বিনোদন ডেস্ক :
হাওয়া’র বিরুদ্ধে মামলা দেয়া বনবিভাগের কর্মকর্তাকে শোকজ করা হচ্ছে
‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা হওয়ায় আমি খুব আশ্চর্য হয়েছি বলে মন্তব্য করেছেন ড. তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মন্ত্রী জানান, বনবিভাগের যে কর্মকর্তা এই মামলা করেছেন তাকে শোকজ দেয়া হবে। মিন্টো রোডে বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এক কথা বলেন।
‘হাওয়া’ সিনেমার মামলা প্রত্যাহার ও চলচ্চিত্র নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, অভিনেতা তারেক আনম খান, প্রযোজক গিয়াসুল আলম শাওনসহ অনেকেই।
এ সময় মন্ত্রী আরও বলেন, চলচ্চিত্রের খারাপ সময় থেকে এখন ভালো দিকে যাচ্ছে। মানুষ হলমুখী হচ্ছে, আর তখন একটা চলচ্চিত্রের বিরুদ্ধে মামলা মেনে নেয়া যায় না। বনবিভাগের যে কর্মকর্তা এই মামলা করেছেন তাকে শোকজ দেয়া হবে।
মোস্তফা সরয়ার ফারুকীর শনিবার বিকাল মুক্তির প্রসঙ্গে বলেন, সেন্সর বোর্ডের সাথে আলোচনা হয়েছে। যেই যেই বিষয়গুলো নিয়ে সিনেমা মুক্তির বিপত্তি তৈরি হয়েছে সেগুলো দ্রুত সমাধান করে যেন সিনেমাটি মুক্তির ব্যবস্থা করা হয়।
Leave a Reply