পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে তথ্য চাওয়ায় দৈনিক মানবকন্ঠ ও অনলাইন পোর্টাল বার্তা বাজার প্রতিনিধির ফোন কেড়ে নিল ভূমি জরিপ প্রশিক্ষক মোঃ আরিফুল ইসলাম। গত সোমবার বিকালে উপজেলার এফ করিম আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় এক মাস আগে থেকে উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টারের বিজ্ঞাপন ও মাইকিং এর মাধ্যমে জানতে পেরে প্রায় ২০/২২ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে ভূমি জরিপ শিক্ষা শুরু করে ওই প্রশিক্ষক। সে প্রত্যেক প্রশিক্ষনার্থীদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকার চুক্তিতে তাদেরকে এ ভূমি জরিপ শিক্ষা ও সনদ পত্র দেয়া হবে বলে টাকা নেয়।
এসএসবি শুভ নামে এক ভুক্তভোগী জানান, আমি পোস্টারের মাধ্যমে জানতে পারি এ ভূমি জরিপ শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। আমি প্রশিক্ষণ নিতে আগ্রহী হই। পরে প্রথম দিন আমি তাদের ক্লাসে গিয়ে দেখতে পাই তাদের কথাবর্তায় গড়মিল রয়েছে। ক্লাস শেষে আমি শিক্ষকের কাছে ক্লাস না করে সনদ নেয়ার বিষয়ে আলোচনা করি। তিনি ৪ হাজার টাকার বিনিময়ে সনদ দিতে রাজি হন। এবং তিনি চার হাজার টাকার একটি রিসিভ আকারে দেন। এ ঘটনা সাংবাদিকদের জানালে পরে তারা এ বিষয়ে তথ্য জানতে চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং ভিডিও করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সাংবাদিক নাছরুল্লাহ আল-কাফী জানান, ভূমি জরিপ করার নামে অর্থ হাতিয়ে নেয়ার কথা জানতে পেরে আমি উক্ত প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষকের কাছে তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাই। এসময় ভিডিও রেকডিং করার সময় প্রশিক্ষক আরিফুল ইসলাম ক্ষেপে গিয়ে আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং আমার মোবাইল ফোন কেড়ে নেয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ শাহ আলম হাওলাদার জানান, আমর এলাকার কিছু লোকজন ভূমি জরিপের বিষয়ে শিক্ষা নিবে তার জন্য মাদ্রাসায় ক্লাস করার জন্য অনুমতি দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, ভূমি জরিপ প্রশিক্ষণের বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ব্যাপারে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর সংবাদদাতা