মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে ভেসে আসা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে খানসামা উপজেলায় জয়গঞ্জ শালবাগান খেয়া ঘটে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর পুলিশকে খবর দিলে সেখান থেকে শিশুর মরদেহটি থানায় নিয়ে আসে।
জানা যায়, গত বুধবার (৩১ আগস্ট ) দুপুর বেলা খেলতে গিয়ে হারিয়ে যায় পঞ্চগড়ের বোদা উপজেলার শিকারপুর গ্রামের মোঃ আমিনুর ইসলামের ছেলে জাহিদ হাসান (৫)।
আরো জানা যায়, শিশুটি খেলতে খেলতে করতোয়া নদীতে পরে যায়। বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা ও রংপুরের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে পায় না।
এরপর বোদা থানায় একটি অভিযোগ করে শিশুটির পরিবার।
খানসামা থানার ওসি (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম বলেন, আমরা ঘাট থেকে শিশুর মরদেহটি থানায় নিয়ে আসি। শিশুটির পরিবার বিভিন্ন সংবাদের মাধ্যমে জানতে পারে আত্রাই নদী থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সেই প্রেক্ষিতে শিশুটির পরিবার থানায় আসেন। এরপর শিশুটির বাবা লাশ শনাক্ত করেন। লাশ দাফনের জন্য আবেদন করলে তার বাবার কাছে বিনা ময়নাতদন্তে লাশটি হস্তান্তর করা হয়।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Leave a Reply