এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার ২ টি পৌর সভায় ৬টি ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি মুল্যে দরিদ্রদের মাঝে ৫ কেজি করে চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তানোর পৌর এলাকার থানা মোড়ে সুনীল ডিলারের দোকানে ৩০ টাকা কেজি ন্যায্য মুল্যে চাল বিক্রয়ের আনুষ্ঠানিক ভাব উদ্বোধন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আজহারুল ইসলাম, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, ডিলার সুনীল চন্দ্র দাস প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ ও উপকার ভোগী চাল নিতে আসা নারী পুরুষ উপস্থিত ছিলেন। তানোর উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলার ২ টি পৌর সভায় ৬ টি ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে দরিদ্ররা ৫ কেজি করে চাল কিনতে পারবেন।