এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে "টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট" স্থাপন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ছোট বুইচাকাঠি মৌজা এলাকার ভুমি মালিকরা।
নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাতিলাখালির ছোট বুইচাকাঠি মৌজা এলাকায় "টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট " শীর্ষক প্রকল্পের আওতায় স্থায়ী অবকাঠামো ও অন্যান্য স্থাপনা নির্মাণ প্রকল্পের নামে ১০০শতক জমি অধিগ্রহণ নোটিশ পেয়েছেন স্থানীয় জমি মালিকরা।
কিন্তু নাজিরপুর টেকনিক্যাল কলেজ সংলগ্ন এবং নাজিরপুর -ঢাকা মহাসড়কের পাশে অতিমূল্যের এ জমি ছাড়তে নারাজ জমি মালিকরা। এর প্রতিবাদে বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার পাতিলাখালি এলাকায় মহাসড়কে জমি মালিকগন মানববন্ধন করেছেন।
এ সময় স্থানীয় জমি মালিকদের মাঝে মানববন্ধনে অংশ নেওয়া ওয়াহেদ আলী খান বলেন, ‘আমাদের কৃষকদের ভাগ্য নিয়ে খেলছেন ধনী ও প্রভাবশালীরা। প্রথমে সড়কের জন্য একোয়ার করেছেন, তাতে আমাদের জমি গেছে, এখন আবার"টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট "এর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ জমি একোয়ার করতে নোটিশ করেছেন। আমরা এখন কোথায় যাবো?’
অপর জমি মালিক বিউটি আক্তার বলেন, ‘বারবার এভাবে আমাদের জমি ছেড়ে দেওয়ার নোটিশ করায় আমরা হতাশায় আছি।মহাসড়কের পাশে এমন অতিমূল্যের জমি আমাদের শেষ সম্বল, কোনক্রমেই তা ছাড়বো না, প্রয়োজনেআমরা সম্মিলিতভাবে আন্দোলন করবো।জমি মালিক আঃ মজিদ খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৃষকবান্ধব। তিনি কৃষক রক্ষায় কাজ করেছেন।কৃষকের আরজি তিনি শুনবেন আশা করি।আরেক জমি মালিক আঃজলিল শেখ বলেন,আমি অসুস্থ মানুষ, পঙ্গু অবস্থায় বিছানায় পরে আছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে তাকালে আমরা জমি রক্ষা করতে পারবো। আমাদের শেষ সম্বল রক্ষা করতে না পারলে আমরা না খেয়ে মারা যাবো।
এ সময় স্থানীয় জমি মালিক ও তাদের পরিবারের নারী সদস্যরা মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানায়।
পিরোজপুর সংবাদদাতা।