বুলবুল হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্ভুক্ত শ্যামপুর টাটীতে সিনথী পাঠশালায় বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন, সেবা নিন এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে (ওসি) মোঃ রওশন আলী বলেন পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য দিয়ে সহায়তা করুন। এ সময় বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন মাদকদ্রব্যের কুফল, বাল্যবিবাহের কুফল , চাঁদাবাজি, ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন রোধ, সামাজিক মাধ্যমে টিকটিক ভিডিও নির্মাণের নামে অপসংস্কৃতি রোধ করা, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, স্মার্ট ফোনের অপব্যবহার রোধকল্পে করণীয়, পারষ্পারিক সম্মানবোধ, প্রেম করে ঘর ছাড়া, পরিবারে মা বাবার প্রতি কর্তব্য, র্যাগিং এর নামে কোন অশ্লীল আচরণ থেকে বিরত থাকা, অযথা আড্ডা, লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে করণীয় এবং অপরাধ হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকা আহবান জানান। সমাজের বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিন দিয়ে সকলকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিনা সিনথী চ্যারেটি ফাউন্ডেশন ও সিনথী পাঠশালার পরিচালক মাহমুদা সবুজ, স্কুলের শিক্ষার্থীর অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।