নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নে ছেলের বৈঠার আঘাতে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের বউ রাশেদা বেগমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকালে মির্জাপুর থানার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ওই ইউনিয়নের আগধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হোসেন (৫৫) উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আনোয়ার হোসেনের স্ত্রী আউশি বেগমের সঙ্গে পুত্রবধূ রাশেদা বেগমের প্রায়ই ঝগড়া হতো। বুধবার বিকেলে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পাটশোলা নিয়ে ঝগড়া হয়। পরে আনোয়ার বাড়িতে এসে স্ত্রী ও পুত্রবধূর ঝগড়া দেখে স্ত্রীকে শাসান। এ সময় পুত্রবধূ শান্ত না হয়ে উল্টো শ্বশুরের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায় শ্বশুর ও পুত্রবধূর মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বাড়ির অপর পাশ থেকে ছেলে লিটন মিয়া ঝগড়ার দৃশ্য দেখে দৌড়ে এসে বৈঠা দিয়ে বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের অপর ছেলে মো. রিপন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মির্জাপুর থানার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের পুত্রবধূ রাশেদা বেগমকে আটক করা হয়েছে।