খোরশেদ আলম রনি লক্ষীপুর প্রতিনিধি
- লক্ষীপুরের রায়পুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন,৩নং চরমোহনা অঞ্চলের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা বুধবার ৩১ এ আগস্ট সন্ধ্যা ৮.৩০ মিনিটে দক্ষিণ রায়পুর বাবুর হাট ইব্রাহিম খলিল মিলনায়তনে এ নৈশভোজ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মুমিন উল্লাহ পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মহিউদ্দিন হারুন এসিস্টেন্ট সহকারী সেক্রেটারি মোও ইসমাইল রায়পুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা আবুল কাসেম চরমোহনা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা এড. আবুল কালাম ও চরমোহনা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি ইব্রাহিম খলিল প্রমূখ
প্রধান অতিথি মমিনউল্লাহ পাটোয়ারী বলেন, মজবুত শ্রমিক আন্দোলনের জন্য ট্রেড ইউনিয়নের বিকল্প নেই। প্রশিক্ষিত নেতৃত্ব, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের নিঃস্বার্থ জনদরদী ভূমিকা ও সাহসী পথচলা-ই অসহায় খেটে খাওয়া শ্রমিকদের মুখে হাসি ফোটাতে পারে। আইএলও কনভেনশন ও জাতীয় শ্রমআইন সম্পর্কে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে মোটামুটি জানাশোনা রাখার উপর জোর দেন তিনি। অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে এবং বাধাদানকারীদের যথাযথ আইনের আওতায় আনতে শ্রম অধিদপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।
নৈশভোজ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা লালা মিয়া। ভোজ অনুষ্টানে অংশগ্রহণ করেন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।