সায়েম খানঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো আলট্রাসনোগ্রাম শুরু হয়েছে। বুধবার বিকেলে আলট্রাসনোম চালু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামিম জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান স্যারের প্রচেষ্টায় আলট্রাসনোগ্রাম চালু করা সম্ভব হয়েছে।
হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে আলট্রাসনোগ্রাম কখনো চালু ছিলনা। নদী তীরবর্তী মানুষেরা অনেক কষ্ট করেছে।
নদী তীরবর্তী এবং চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর, সুতালড়ি ইউনিয়ন সহ উপজেলার মানুষ অল্প খরচে আলট্রাসনোগ্রাফি করতে পারবেন। প্রতি শনি, রবি, সোম ও বুধবার আলট্রাসনোগ্রাফি করতে পারবেন।
Leave a Reply