নিজস্ব প্রতিবেদক।
দুর্নীতির ঘুষের জেরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ ওয়ার্ডের (১১,২৫ ও ২৬) নং কাউন্সিলর হুরে আরা বিউটির অফিসে দুর্নীতি দমন কমিশন(দুদক) কর্তৃক কাউন্সিলর এর অফিস কার্যক্রমে দুর্নীতি ঘুষ অনিয়মের অভিযোগের কারণে এ অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার(১লা সেপ্টেম্বর)দুপুরে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।তাঁর সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক হামেদ রেজা।এনামুল হক জানান,অভিযানকালে সনদ দেওয়ার সময় বকশিস নেন মর্মে উক্ত অফিসের সহায়ক শাহেদ ও জসিম স্বীকার করেছেন।
দুর্নীতির অভিযোগের বিষয়ে কাউন্সিলর হুরে আরা বিউটির কাছে জানতে চান দুদক কর্মকর্তারা। কাউন্সিলর বিউটি জানান যে,তার অফিসের সহায়ক জসিম ও শাহেদ সনদের বিপরীতে টাকা নেওয়ার বিষয়ে তিনি এ বিষয়ে কিছুই জানেন না ।এ বিষয়ে কাউন্সিলরকে সতর্ক করা হয়।তিনি এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিবেন বলে জানান।
তবে তথ্য সূত্রে জানা যায়,দীর্ঘ সময় ধরে ওয়ারিশান সনদ দেওয়ার বিপরীতে ঘুষ নেওয়ার অভিযোগে জেরেই এ অভিযান পরিচালনা করা হয়।