এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে এক ভ্যানচালক নিখোঁজের ৩ দিন পর শিবনদী থেকে তাঁর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তানোর পৌর এলাকার কালিগঞ্জহাট ব্রীজের নিচ থেকে কাউসার (২৬) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি তানোর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মাসিন্দা গুচ্চগ্রাম মহল্লার বাসিন্দা।তার পিতার নাম মৃত আবদুল হাকিম।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি গেলো মঙ্গলবার কালীগঞ্জহাটে ২৬ হাজার টাকায় তাঁর ভ্যান বিক্রি করেন কাউসার। পরে আর বাড়ি ফিরে আসেননি তিনি। এ অবস্থায় শুক্রবার বিকেলে কালিগঞ্জহাট ব্রীজের নিচে শিবনদীর মাঝখানে কাউসারের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এরির্পোট লেখা পর্যন্ত লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, কাউসার নামের এক ব্যক্তির লাশ শিবনদী থেকে উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।