▪️রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পূর্ননির্মাণ না হবার ফলে গণ্ডাদুলা সেতুটি চলাচলের বেহাল ভোগান্তি।রাঙ্গাবালী ইউনিয়নের পশ্চিম নেতা ও গণ্ডাদুলা ওয়ার্ড এর যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে রুপাইর খালের ওপর নির্মিত হয় গণ্ডাদুলা সেতুটি। রাঙ্গাবালী উপজেলা সরকের সঙ্গে নেতাবাজার,জুগিরহাওলা,উনিশ নম্বর, পুলঘাট,গঙ্গিপাড়া ও সামুদাবাদ এর চলাচলের অন্যতম সরক।রাঙ্গাবালী গণ্ডাদুলা সেতুটি ইউনিয়নের দক্ষিণপার্শের মানুষের যাতায়াতের অন্যতম সেতু।কিন্তু দীর্ঘদিন পূর্বে সেতুটির মেয়াদ অতিক্রমের কারনে এবং ঝুকিপূর্ণ অবস্থাতেও যানবাহন চলাচলে সেতুটি ভেঙ্গে পড়ে,এমতবস্থায়,রাঙ্গাবালী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ড.জহির উদ্দিন আহাম্মেদ এর উদ্বেগে সেতুটির পশ্চিম পাশ দিয়ে কাঠের একটি লম্বা সেতু নির্মান হয়।
যানবাহন চালকদের দাবি-কাঠের এই সরু সেতু দিয়ে আমরা গাড়ি চলাচলে নির্ভরতা পাচ্ছি না।
এলাকাবাসী ও গণ্ডাদুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের দাবি-সংশ্লিষ্ট কর্তৃপেক্ষের উদাসীনতার কারলে সেতুটি পূর্ণনির্মান হচ্ছে না।সেতুটি আমাদের একান্ত জরুরী, সেতুটির পাশে গণ্ডাদুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছোট শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তা নিয়া শঙ্কিত অভিভাবকরা।
এ বিষয় উপজেলা (এলজিইডি) প্রকৌশলীরা জানান-রুপাইর খালের গন্ডদুলা সেতুটি পূর্ণনির্মানের জন্য ২০২১-২২ অর্থবছরের আওতায় সুপার বিজ প্রজেক্ট সেতুটি অন্তর্ভুক্ত করা হয়েছে, আশা করি শিগগিরই সমাধান মিলবে।
রাঙ্গাবালী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ড.জহির উদ্দিন আহাম্মেদ বলেন-সেতুটি ভেঙ্গে যাওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়েছে,সেতু সংশ্লিষ্ট স্কুল শিশু এলাকাবাসী ভোগান্তিতে পরতে হয়েছে।রুপাইর খালের উপর পূর্ণনির্মান সেতুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।আশা করি শিগগিরই বিষয়টি দেখবেন।
Leave a Reply