আকাশ আহমেদ, (নওগাঁ) জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে রোগাক্রান্ত অসুস্থ্য গরু জবাই করে গোস্ত বিক্রয়ের সময় হাতে নাতে আটক করে এক কসাইয়ের প্রায় ২০কেজি গরুর গোস্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
জানা গেছে, শনিবার ভোরে উপজেলার জামালপুর গ্রামের কসাই তোফাজ্জল হোসেন অসুস্থ্য একটি গরু জবাই করে। পরে সেই গোস্ত সদরের গিয়াস মার্কেটের সামনে তার নির্ধারিত মাংস সেডে বসে বিক্রয় করছিলো।
এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (এসআই) শওকত আলী গোপন সূত্রে বিষয়টি জানতে পারে। এসময় তাৎক্ষণিকভাবে ওই সেডে উপস্থিত হয়ে কসাইকে জিজ্ঞেস করলে সে সত্যতা স্বীকার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে তিনি ফোনের মাধ্যমে গোস্ত পুঁতে ফেলার নির্দেশনা দেন। তাৎক্ষণিকভাবে অসুস্থ গরুর প্রায় ২০ কেজি গোস্ত জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেন নিরাপদ খাদ্য পরিদর্শক (এসআই) শওকত আলী।