এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর থানার বহুল আলোচিত শহীদুল হত্যাকান্ডের আসামিকে গ্রেফতার করা হয়েছে । শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ২ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৫) এর অভিযানে তাঁকে গ্রেফতার করা হয় । তিনি ওই হত্যা মামলার ১নং আসামী।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৫,এর নাটোর জেলার সিপিসি ২ কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ।
গ্রেফতারকৃত আসামি মো. ময়েজ উদ্দিন (৫০) পিতা মৃত মফিজ উদ্দিন । তানোর থানাের বহরইল গ্রামের বাসিন্দা । তাকে নাটোর জেলার বাগাতিপাড়া থানার মন্ডল পাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানা হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন মন্ডলপাড়া গ্রামে নাটোর জেলার সিপিসি ২ কোম্পানী অধিনায়ক অতি. পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন (র্যাব ৫) । এই অভিযানে শহীদুল হত্যাকান্ডের ১ নং আসামিকে গ্রেফতার করা হয় ।
উল্লেখ্য যে, ২০১৬ সালের নভেম্বর মাসে আসামী মো. ময়েজ উদ্দিন (৫০) এবং কয়েকজন ব্যাক্তিমিলে শহীদুল কে (৪১) হত্যা করেন । পরে তারা লাশ ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান ।এঘটনায় শহীদুলের স্ত্রী মোছা. সফেরা বেগম (৫১) বাদী হয়ে তানোর থানায় (এফআইআর নং-২০, তাং ২৫/১১/২০১৬ ধারা : ৩০২/৩৪ পেনাল কোড, জিআর: ২৮৩/১৬) হত্যা মামলা করেন । ঘটনার পর থেকে ময়েজ উদ্দিন পলাতক ছিলেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে ময়েজ উদ্দীনকে ১ নম্বর আসামী হিসেবে অভিযুক্ত করে মোট ৬ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে ।
হত্যাকান্ডের বিষয়ে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে মৃত শহীদুল হত্যা করার কথা স্বীকার করেন। পরে আসামীকে রাজশাহী জেলার তানোর থানায় হস্থান্তর করা হয়েছে।