সুমন ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া,অগ্নিসংযোগ, ভাংচুর ও গুলিতে সাংবাদিকসহ প্রায় ১১ জন আহত হয়েছেন।
শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে একই দিনে দুই রাজনৈতিক দল রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচির ডাক দেয়।
বিকেলে রুহিয়া চৌড়াস্তা মোড়ে সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এসময় একই স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পল্টা ধাওয়া হয়। এসময় গুলিতে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়। আওয়ামী লীগের নেতাদের অভিযোগ বিএনপির কর্মীরা তাদের উপর আক্রমণ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সভামঞ্চ ভেঙে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
সমাবেশ শুরুর আগে দুপুরে হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা এমপি রমেশ চন্দ্র সেনের বাসায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক আব্দুল লতিফ লিটু আহত হন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, দুটি দল একই সময় সভা ডেকেছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি দলকে দুটি সময়ের কথা বলা হয়েছিল। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply