শাকিল আহমেদ, নড়াইলঃ
নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে নব নিযুক্ত পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুনের সাথে নড়াইলে নির্বাচিত জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
মতবিনিময়ের শুরুতে জনপ্রতিনিধিগণ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পুলিশ সুপার বলেন, নড়াইল শিক্ষা, ক্রীড়া, সাহিত্য ও ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা।
আইন শৃঙ্খলা রক্ষা, সাইবার ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস-জঙ্গিবাদ ও নারী নির্যাতন দমন সহ দালাল ও মাদক মুক্ত শান্তিপূর্ণ নড়াইল গড়তে পুলিশ সর্বদা জনগণের পাশে আছে এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেশাদারিত্বের সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হিসেবে আপনারা নিজেদের ঐতিহ্য ধারণ ও লালন করুন এবং অপরাধ নিয়ন্ত্রণে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।
অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি থানাকে জনগণের আস্থা, নির্ভরতা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় জনাব মো: রিয়াজুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল; জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নড়াইল; জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, নড়াইল;
জনাব আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা; জনাব এস, এম, এ হান্নান রুনু, চেয়ারম্যান, লোহাগড়া উপজেলা পরিষদ; জনাব কৃষ্ণপদ ঘোষ, চেয়ারম্যান, কালিয়া উপজেলা পরিষদ; নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানা পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ তৃণমূল পর্যায়ের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply