শাকিল আহমেদ, নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার ৬ নং তুলারামপুর ইউনিয়নের বাকসাডাঙ্গা গ্রামের আলোচীত শামীম হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে ও মামলা তুলে নেওয়ার জন্য ৯ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীরের হুমকির প্রতিবাদে আজ ০৭ ই সেপ্টেম্বর ২০২২ ইং দুপুরে বাকসাডাঙ্গা গ্রামে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, তুলারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, নড়াইল জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন সহ তুলারামপুর ইউনিয়নের সাধারন জনগন।
মানববন্ধনে বক্তারা শামীম হত্যা মামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এবং অধীকতর তদন্তের মাধ্যমে আরো যদি কেউ এই হত্যা কান্ডের সাথে জড়িত থাকে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য গত ২৫ শে জুলাই ২০২২ইং তারিখ রাতে তুলারামপুর বাগসাডাঙ্গা গ্রামের শামীমকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পাশের বাড়ির শহর আলীর স্ত্রী সোনালী খাতুন দুধের সাথে চেতনানাষক মিশিয়ে খাইয়ে তার স্বামী শহর, ভাশুর শামছুর সহযোগীতায় মারধর করে এবং একপর্যায়ে আগাছানাষক বিষ তার মুখে ঢেলে দেয়।
শামীম অচেতন হয়ে পরলে পা ধরে টেনে শামীমের ঘরের মাচার নিচে ফেলে রেখে চলে যায় আসামীরা । দির্ঘ ছয়দিন চিকিৎসা শেষে গত ৩১শে জুলাই ২০২২ ইং তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৩.৫০ মিনিটের সময় মারাযায় শামিম।
গত ৩১ শে জুলাই বাকসাডাঙ্গা গ্রামের আলোচীত শামিম হত্যাকান্ডের ঘটনায় নিহত শামীমের ভাই বাবু মোল্যা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার সদর থানার মামলা নং ২৬। তাং- ৩১ শে জুলাই ২০২২ ইং।
শামীম হত্যা মামলায় এ পর্যন্ত প্রধান আসামী সোনালীসহ দুইজন আটক হয়ে জেল হাজতে আছে।
Leave a Reply