পিরোজপুর প্রতিনিধিঃ
আসন্ন পিরোজপুর জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় সমর্থন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক একেএম আজম খান। পিরোজপুর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে এ তথ্য। এ নির্বাচনে পিরোজপুরের একাধিক নেতা দলীয় সমর্থন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করলেও অনেকের নামের সাথে হাইব্রিট শব্দ যুক্ত থাকায় ভাল অবস্থানে রয়েছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, বিগত পাচ বছর যিনি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি এক সময় বিএনপি করত। তাছাড়া গত নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে নেত্রীর বিরুদ্ধচারন করেছেন তাই আমরা চাই একজন প্রকৃত আওয়ামীগ মনা কেউ জেলা পরিষদের চেয়ারম্যান হোক। আজম খানকে দলীয় সমর্থন দিলে তৃনমূল কর্মীরা খুশি হবে বলে জানান একাধিক নেতা। এদিকে পিরোজপুরের ৭০৪ জন জনপ্রতিনিধির স্বাক্ষর সম্বলিত অনুরোধপত্র দলীয় সভানেত্রী বরাবর পাঠানোর ব্যাপারে অনেক আওয়ামীলীগ নেতা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ৭০৪ জন জনপ্রতিনিধির মধ্যে অনেকে আছে বিএনপি-জামায়াত সমর্থিত। জীবন যৌবন দলীয় কাজে ব্যায় করেছি অথচ আমাদের আশা আকাঙ্খা অগ্রাহ্য করে যদি বিএনপি-জামায়াত এর অনুরোধে দলীয় সমর্থন দেয়া হয় তাহলে দুঃখের সীমা থাকে না।
নির্বাচনে প্রতিদ্বন্দিতার বিষয়টি নিশ্চিত করে আলহাজ্ব একেএম আজম খান জানান, স্থানীয় জনপ্রতিনিধিগণের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো। সম্মানিত ভোটার স্থানীয় জনপ্রতিনিধগণের ব্যাপক সারা পাচ্ছি। আশা করি তাদের মূল্যবান সমর্থন ও দোয়া বিফলে যাবে না।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মনোনয়ন বাছাই তারিখ ১৮ সেপ্টেম্বর রবিবার, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের দায়ের দিন ১৯ ও ২১ সেপ্টেম্বর সোমবার ও বুধবার, আপিল নিস্পতি ২২ ও ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর রবিবার, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর সোমবার, ভোট গ্রহন ১৭ অক্টোবর সোমবার।
Leave a Reply