সানজিম মিয়া - রংপুর প্রতিনিধি
জনশ্রুতি ছাড়া গঙ্গাচড়া নামকরণ সম্পর্কে কোন ঐতিহাসিক ভিত্তি নেই। নামের বিষয়ে অনেকগুলো জনশ্রুতি রয়েছে। সর্বাধিক প্রচলিত জনশ্রুতি হচ্ছে - প্রাচীন আমলে লোকেরা বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী নদী মাত্রই তাকে মা গঙ্গা হিসেবে শ্রদ্ধা জানাতো এবং পূজা করতো। গঙ্গাচড়া তিস্তা নদীর তীরবর্তী একটি উপজেলা এবং যে তিস্তার বিশাল জেগে ওঠা চরের সৃষ্টি তা সহজেই অনুমেয়। মা ‘গঙ্গা’ বা তিস্তা নদীর বড় বড় ‘চর’ থেকে “গঙ্গাচর’’ নামের উৎপত্তি যা কালের বিবর্তনে “গঙ্গাচড়া’’ নাম ধারণ করেছে। অপর এক জনশ্রুতি মতে, উপজেলার বর্তমান অবস্থানে এক সময় এক বৃহৎ নদী ছিল। সেই নদীটি স্থানীয়ভাবে ‘গাঙ’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে উক্ত নদীতে একটি চর জেগে উঠে। চরটি “গাঙচর’’ নামে পরিচিতি পায়। “গাঙচর’’ থেকে কালের প্রবাহে গঙ্গাচড়া নামটির উৎপত্তি হয়।
তথ্যসূত্র :
মহান স্বাধীনতা দিবসে মিঠাপুকুর উপজেলা পরিষদ প্রকাশিত স্মরণিকা ‘রক্তিম সূর্য’: প্রকাশকাল ১৯৯৮ ইং।