আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসান বলেছেন, ‘প্রশাসক নয়, বরং জনসেবক হতে চাই। সুবিধা বঞ্চিত মানুষকে সার্বিকভাবে সহযোগীতা করতে চাই। মানুষ সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, দল, মত, ধর্ম নির্বিশেষে তিনি মানুষ কিনা, তাদেরকে সহযোগীতা করতে চাই। যাদের খাবার নাই, তাদেরকে খাবার দিতে চাই, ভূমিহীনদের ভূমি, গৃহহীনদের গৃহ দিয়ে সহযোগীতা করতে চাই।’
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নয়া ইউএনওর সাথে তার অফিস কক্ষে দেখা করতে গেলে আলাপচারিতায় এই প্রতিবেদককে কথাগুলো জানান।
৩৪ তম বিসিএস ক্যাডার আবু হাসান জানান, ২০১৬ সালে তিনি নিলফামারি জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ সহকারি কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর নাটোর জেলার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। মহাদেবপুরে পদায়নের আগে তাঁকে রাজশাহী বিভাগগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
গত ৫ সেপ্টেম্বর তিনি মহাদেবপুরের আগের ইউএনও মিজানুর রহমান মিলনের স্থলাভিষিক্ত হন। এ উপজেলার সকলের সহযোগীতা নিয়ে তিনি এলাকার মানুষের জীবন মানোন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান বলে জানান।
Leave a Reply