নিউজ ডেস্ক :
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ৭২ ঘণ্টা পার হলেও দায়েরকৃত মামলায় এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী জানান, তারা হামলার আলামত সংগ্রহ করছেন এবং আসামিদের গ্রেফতারে বিএমডিএর চেয়ারম্যানকে অবগত করতে চিঠি দিয়েছেন।
বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল ইসলামকে হাসপাতালে দেখতে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে যান তিনি। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবসহ গণমাধ্যমকর্মী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিএমডিএ কার্যালয়ে টিভিতে লাইভ সম্প্রচারের সময় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদের নির্দেশে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।
বুলবুল হাবিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও রুবেল ইসলাম কানে ও মুখে গুরুতর আঘাত পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নেন। অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। তবে চিকিৎসকরা বলেছেন, সম্পূর্ণ সুস্থ হতে তার আরও দুই সপ্তাহ সময় লাগবে।
Leave a Reply