আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক আক্কাস আলী, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলামসহ উপজেলা কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিশা ইউনিয়ন আওয়ামিলীগের সকল শ্রেনীর নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। ইউনিয়ন ত্রিবার্ষিক সম্মেলনে মোঃ তরিকুল ইসলাম কে সভাপতি ও মোঃ ফিরোজ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান, মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই নওগাঁ।