আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আবু তায়েবের (৬৭) দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের হাট পাঁঠাকাটা গ্রামের মৃত মেহের আলী গাইনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বাধ্যর্কজনিত কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুম্মা তার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান তার কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধা জানান। থানা পুলিশের একটি চৌকস দল মরহুমের কফিনে গার্ড অব অর্নার প্রদর্শন করেন ও সসস্ত্র সালাম দেন।
এসময় অন্যান্যের মধ্যে মহাদেবপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী, সাবেক কমান্ডার বদিউজ্জামান বদি, সাবেক সাংগঠনিক কমান্ডার মোতাকাব্বের হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবদুল জলিল ও মান্দা উপজেলার বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।