স্পোর্টস ডেস্ক :
অবশেষে এশিয়া কাপ উঠলো শ্রীলংকার হাতে। শ্বাসরুদ্ধকর এই লড়াই শেষে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা। ফাইনালের এই জয় দিয়ে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো লঙ্কানরা। ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৭ রানে থমকে যায় পাকিস্তান।
প্রথমে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে ৬ উইকেট হাড়িয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশী রান করে রাজাপাকসে। তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ৭১ রান। ২১ বলে ২৮ ও ২১ বলে ৩৬ রান করে তার সঙ্গ দেয় সিলভা ও হাসারাঙ্গা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রানের খড়ায় ভুগতে থাকে পাকিস্তান। সেই রানের খড়াই বিপর্যয় হয়ে দাড়ায় পাকিস্তান কাছে। রিজওয়ানের ৪৯ বলে ৫৫ ও ইফতেখারের ৩১ বলে ৩২ রানে ভর করে টুকটুক করে এগিয়ে যায় পাকিস্তান। যার ফলে শেষে এসে ব্যাপক চাপে পরে পাকিস্তান। সেই চাপ সামাল দিতে না পেরে উইকেট পর্যায়ক্রমে উইকেট হারাতে থাকে পাকিস্তান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান সব উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় পাকিস্তান। ফলশ্রুতিতে ২৩ রানের জয় পায় লঙ্কানরা।