সানজিম মিয়া - নিজস্ব প্রতিবেদক
আসছে আগামী ২২-০৯-২০২২ ইং রোজ বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আওতাধীন আনোরমারি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে আব্দুর রশিদকে অভিভাবক সদস্য হিসাবে দেখতে চায় সাধারণ অভিভাবকবৃন্দ।
একজন সচেতন, মার্জিত, শিক্ষিত, সুপরিচিত হিসাবে আব্দুর রশিদকে সর্বমহলে সমানভাবে প্রশংসিত। সমাজসেবার পাশাপাশি আব্দুর রশিদের মধ্যে নেতৃত্ব দানের বিষয়টি দীর্ঘদিনের। স্থানীয় ভাবে একজন প্রতিশ্রুতিশীল নেতৃত্ব হিসেবে তার রয়েছে এক আলাদা গ্রহনযোগ্যতা।
সংশ্লিষ্ট একাধিক সাধারণ অভিভাবক ভোটারগণ জানায়,ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত,প্রতিষ্ঠানের উন্নত পরিবেশ সহ অবকাঠামোগত উন্নয়নে তার মতো সচেতন অভিভাবককেই সদস্য হিসাবে নির্বাচিত করা একান্ত জরুরী।তাকে নির্বাচিত করলে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে কঠোর নেতৃত্ব বজায় থাকবে।প্রতিষ্ঠানের কর্মকর্তা - কর্মচারীরা যেকোন বিষয়ে গড়মিল করলে তাদের জবাবদিহির আওতায় আনতে পারবে বলে মত প্রকাশ করেন অভিভাবক ভোটারগণ।
জানতে চাইলে আব্দুর রশিদ প্রতিবেদককে জানান,সম্মানিত সাধারণ অভিভাবকেরা যে প্রত্যাশা নিয়ে আমাকে আসন্ন নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করছেন।আমি নির্বাচিত হলে শতভাগ চেষ্টা করব আনোরমারি ডিগ্রি কলেজের সামগ্রিক বিষয়ের মানোন্নয়নে আমার সর্বোচ্চটা দেওয়ার।এজন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থীসহ সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।