স্পোর্টস ডেস্ক :
টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে প্রথম অ্যাসাইনমেন্ট এশিয়া কাপে দলকে বুঝে ওঠার সুযোগ পাননি শ্রীধরন শ্রীরাম। তবে এখন আসল পরীক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে মাহমুদউল্লাহকে ছেটে ফেলায় ভুমিকা আছে তারও। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় ধোনিকেও টেনে আনলেন এই ভারতীয় কোচ।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেন, মাহমুদউল্লাহর বিকল্প বেছে নেওয়া কঠিন কিন্তু এটাই আদর্শ সময়। ঠিক ধোনির বেলাতে যেমনটা হয়েছিল। দলের হয়ে যারা কার্যকর অবদান রাখতে পারবে তাদেরকেই চাই আমি। ব্যাটারদের ইনিংস ছোট হতে পারে কিন্তু সেটা পরিস্থিতির সঙ্গে মানানসই হতে হবে বলেও জানান তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতেই বাংলাদেশের অবস্থা নাজুক। তারপরও লিটনের অভিজ্ঞতা আর রাব্বির সামর্থ্য আশাবাদী করছে শ্রীরামকে।
তিনি বলেন, লিটন প্রতিষ্ঠিত খেলোয়াড় সোহানের ক্রিকেটীয় নলেজ খুব ভালো, আবার রাব্বি পারে বাংলাদেশের পাওয়ার হিটিং দুর্বলতা দূর করতে। এই দলটার মিডলঅর্ডার বেশ ভালো। বিশ্বকাপে ভালো কিছুর আশা করছি।
২০ ওভারের ক্রিকেটে একটা ক্যামিও ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। এই জায়গায় বাংলাদেশ দল পিছিয়ে। সে কারণে ব্যক্তিগত পারফরম্যান্স নয় ক্রিকেটারদের কাছ থেকে কার্যকর ভূমিকা চান শ্রীরাম।
শ্রীরাম বলেন, টি-টোয়েন্টিতে ব্যক্তি সাফল্যের চেয়ে ইমপ্যাক্ট ক্রিকেটার বেশি জরুরি। বাংলাদেশ দলেও ৭-৮ জন ইমপ্যাক্ট খেলোয়াড় তৈরি করাই আমার লক্ষ্য। সেটা করতে পারলে সাফল্য এমনি এমনি ধরা দেবে।
টি-টোয়েন্টিতে জয়ের কাছে গিয়েও অনেক ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথাও বলেছেন শ্রীরাম।
Leave a Reply