সানজিম মিয়া - রংপুর প্রতিনিধি
মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতি দেওয়ায় গঙ্গাচড়া বাজারে মিষ্টি বিতরণ করেন শাহরিয়ার আসিফ সমর্থক ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
অপরদিকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া উপজেলার ছাত্রসমাজের কিছু নেতা-কর্মী ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের রাঙ্গাপন্থী নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে গঙ্গাচড়া জিরো পয়েন্টে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন।
এই নিয়ে গঙ্গাচড়ায় জাতীয় পার্টির দুপক্ষের নেতা–কর্মীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় শাহরিয়ার আসিফ সমর্থক ও মসিউর রহমান রাঙ্গার সমর্থকের মাঝে সংঘর্ষ হতে পারে।
গঙ্গাচড়া উপজেলার জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে যাতে সংঘর্ষের সৃষ্টি নাহয় সেজন্য গঙ্গাচড়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন।