রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
খাবারের সাথে কেমিক্যাল মেশানোর দায়ে পটুয়াখালী রাঙ্গাবালীতে নজরুল ইসলাম (৩৫) নামের এক বেকারি মালিককে ১ মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫.০৯.২০২২ খ্রী. বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙ্গাবালী উপজেলা সদর বাহেরচর বাজারের মায়ের দোয়া নামের বেকারি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সালেক মুহিদ। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মজুমদার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সালেক মুহিদ জানানঃ
ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি তৈরী হচ্ছে এমন অভিযোগে মায়ের দোয়া নামের বেকারি কারখানায় অভিযান চালানো হয়। পরে কেমিক্যাল দিয়ে বেকারি তৈরীর প্রমাণ মেলে এবং পঁচা বিস্কুট ও কেক পাওয়া যায়। অপরাধী তার দোষ শিকার করছেন। যার কারণে তাকে এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply