সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মধ্যনগর উপজেলা সদস্য পদে প্রার্থী হচ্ছেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগে মোঃ আব্দুস সালাম।আব্দুস সালাম মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন কাজ করে থাকেন। তিনি একজন সফল ব্যবসায়ীও। আব্দুস সালাম বিভিন্ন সময়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাথে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য কোভিড ১৯ করোনা পরিস্থিতি ও ভয়াবহ বন্যার সময় এলাকার মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করছেন। রাজনীতির বাহিরে মধ্যনগর এলাকার সকল মানুষের সাথে রয়েছ তার সুসম্পর্ক। সামাজিক সালিসে তিনি নিয়মিত অংশ নেন। একজন সফল রাজনীতিবীদ হিসেবে উপজেলার সকল জনপ্রতিনিধির সাথে রয়েছে তার সুসম্পর্ক আছে। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি নির্বাচন করতে চান।
আব্দুস সালাম বলেন, মধ্যনগর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। ঘুম থেকে উঠেই উপজেলার সাধারণ মানুষের সাথে আমার দেখা হয়। তাদের সুখ-দুঃখের সাথি হই। আমি এলাকার একজন ব্যক্তি হিসেবে উপজেলার সকল জনপ্রতিনিধির সাথে আমার সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের শক্তি থেকেই নির্বাচনে প্রার্থী হতে চাই। আশা করি তারা তাদের মহা মূল্যবান ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন। উল্লেখ্য আব্দুস সালাম গতকাল দুপুরে জেলা নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র দাখিল করেন।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামসুন্নাহার বেগম, ইউপি সদস্য নুরুজ্জামান ছিদ্দিকী, রাজিয়া খাতুন,মমতা বেগম প্রমুখ।
Leave a Reply