▪️রাঙ্গাবালী (পটুয়াখালী)
রাঙ্গাবালী'তে অগ্নিকান্ডে একটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে ঘরে রাখা নগদ টাকা ও মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে তাৎক্ষণিক ধারণা করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে আগুনের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত আবুল বসার মৃধা জানান, আমার ঘরে রাখা ৮ হাজার টাকা আগুনে পুড়ে গেছে। এছাড়া ধান, চাল, ডাইল,আলু,শুকেজ,আলমারী, বিভিন্ন ধরনের সিরামিক মালামাল,সৌরবিদ্যুতের ব্যাটারী সহ কোন কিছু রক্ষা করতে পারিনি।
বসার মৃধার শাশুড়ী ফাতেমা জানান, আমার জামাই একজন দিনমজুর। অন্যের বাড়িতে কাজ করে জীবন ধারণ করে। আগুনে তাদের কে নিঃশ্ব করে দিয়ে গেছে।
অপর একজন বলেন, আনুমানিক রাত ৮ টার সমায় ঘরে কোন লোক ছিল না বসার দাদার শাশুড়ী ঘরে তালা মেরে পাশের বাড়িতে গেলে হঠাৎ ঘরে আগুন লাগে। ১ ঘন্টা চলা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুরে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যক্তি পরি বেগম জানান, বসার মৃধা দিনমজুরি করে জীবন ধারণ করে। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হাঁস-মুরগি টাকা-পয়সা ধান-চাল ইত্যাদি পুড়ে গেছে। কিন্তু আল্লাহ তায়ালার অশেষ কুদরতে কোরআন শরীফ গুলো কোথায় যেন চলে গেছে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ এর বড়বাইশদিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা ইনচার্জ রুহুল আমিন যানান আমি ঘটনার খবর পেয়ে রাতেই তাৎক্ষণিক লোক পাঠাই এবং ওখানে গিয়ে দেখা যায় বিদ্যুৎ এর মিটার ও সার্ভিস তারসহ সব পুরে গেছে আমরা প্রতিবেদন তৈরী করে উপজেলায় পাঠাবো পরে ঘর তৈরী করলে আমরা বিদ্যুৎ এর সংযোগ দিয়ে দিব।
২নং বড়বাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আমার ব্যক্তিগত কাজে ঢাকায় আছি। আগুনের ঘটনা স্থানীয় লোকজনের মুখে শুনেছি ।