সানজিম মিয়া – রংপুর
গত ৮ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঙ্গাচড়া উপজেলা শাখা,রংপুরের আয়োজনে সারাদেশে হত্যা, সন্ত্রাস, তেল,গ্যাস,জ্বালানি সহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পালন করেন।
সেই সমাবেশে বিএনপি সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি করে আহত, বাড়িঘর ভাংচুর ও মামলা দায়েরের প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার রংপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর-৬ আসনের এমপি ও রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের সভাপতি/সাধারন সম্পাদক, আহবায়ক/সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।অবিলম্বে পুলিশ হয়রানী,তল্লাশীর নামে নেতৃবৃন্দের বাড়িতে ভাংচুর বন্ধ না করলে দূর্বার আন্দোলনের মাধ্যমে রংপুর জেলাকে অচল করার হুশিয়ারী দিয়ে সংবাদ সম্মেলনের পরিসমাপ্তি ঘোষনা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
Leave a Reply