পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ-বিএনপির সংর্ঘষের ঘটনায় আওয়ামী লীগের করা মামলায় দুইজন সাংবাদিক সহ বিএনপির ৩২ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) পিরোজপুর জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাদের এই জামিন দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আকন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম আকন জানান, বৃহস্পতিবার সকালে দুইজন সাংবাদিক সহ বিএনপির ৩২নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমার্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে একই মামলায় বিএনপির ৩১জন নেতাকর্মীর জামিন হয়েছে।এছাড়াও পুলিশ ওই মামলায় সাতজনকে গ্রেফতার করলে আদালত তাদের পৃথকভাবে জামিন দেন।এই মামলায় এপর্যন্ত ৭০ আসামিকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। তবে মামলার বাকি আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক আছেন।
মামলায় জামিনপ্রাপ্ত সাংবাদিক দুইজন হলেন দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল হক এবং দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল।
উল্লেখ্য-গত বৃহস্পতিবার(৮সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় দলের ৬০ নেতাকর্মী আহত হয় বলে এলাকাবাসী জানান।পরে শনিবার (১০সেপ্টেম্বর)উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে নাজিরপুর থানায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১০০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০জনকে আসামি করে মামলা দায়ের করেন।এসময় ওই মামলায় পেশাগত দায়িত্ব পালন করতে আসা দুইজন সাংবাদিককে আসামি করা হয়েছিলো।
পিরোজপুর সংবাদদাতা ।
Leave a Reply