মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনাজপুরের খানসামা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা ১১৪ জন। বিকাল ৩টার সময় দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। ভোটাররা ০১টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। এবারের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোবাশ্বের হক মুক্তি।
দুই পদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জিকরুল ইসলাম গোলাপ ফুল মার্কায় ৯০ ভোটে ৭ম বারের মত বিজয়ী হন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আইনুল হক সাইকেল মার্কায় পান ২০ ভোট পেয়ে পরাজিত হন ও অর্থ সম্পাদক পদে রাজকুমার রায় ছাতা মার্কায় ৭৪ ভোটে নির্বাচিত হন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কনক রায় করাত মার্কায় ৩৪ ভোট পেয়ে পরাজিত হন।
ভোট দিতে আসা ইমারত শ্রমিকদের হেডমিস্ত্রী আলম হোসেন জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি। এর আগেও ইমারত শ্রমিকদের ভোট দেখেছি। এবার অন্যবারের থেকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান।
নির্বাচন পর্যবেক্ষক শ্রম অধিদপ্তরের সহকারী আইয়ুব আলী জানান, সকাল থেকেই ভোটাররা শন্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের চাপ বাড়তে থাকে। ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন বলে জানান তিনি।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন আলী হোসেন ও সিরাজুল ইসলাম।
নির্বাচন কমিশনার মনজুরুল হক বিপ্লব জানান, সবার সহযোগিতায় একটি শন্তিপূর্ণ ভোট উপহার দিয়েছি। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা ভোট প্রদান করেন। গণনা শেষে সবাই ফলাফল মেনে নিয়েছেন।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Leave a Reply