নিউজ ডেস্ক :
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের কাঁঠালডাঙ্গি গ্রাম থকে শিউল খাতুন (২৮) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে আমিনপুর থানা পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। ঘটনা গতরাত ২ টার দিকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে প্রবাস ফেরৎ স্বামী বিদ্যুৎ হোসেন (৩৮) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের পুকাই শেখের ছেলে।
প্রতিবেশীরা জানান, বিদ্যুৎ হোসেন মালয়েশিয়া থেকে ৭-৮ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে তার দ্বিতীয় স্ত্রী শিউলি খাতুনের বাবা তোজাম্মেল শেখ তুজাইয়ের বাড়িতে আসে ও সংসার শুরু করেন। তারপর থেকে তারা একত্রে বসবাস করে আসছিলেন। রোববার রাত বারোটা দিকে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন একসময় শিউলিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তাদের ধারনা। সকালে শিউলির গলাকাটা লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন আমিনপুর থানা পুলিশকে খবর দেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি রওশন আলী জানান, তারা এলাকাবাসী ও পরিবারের সদস্যদের দেয়া খবরের সূত্র ধরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে বলে যানান তিনি।।
স্থানীয়রা জানান, বিদ্যুতের সাথে বিয়ের পূর্বে শিউলী খাতুনের আরও ৩টি বিয়ে হয়েছিল। এখনও তাদের সাথে শিউলীর নিয়মিত যোগাযোগ হয় সন্দেহে বিদ্যুতের সাথে মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হত শিউলীর।পারিবারিক কলহের জেড়ে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।