নিউজ ডেস্ক :
উত্তপ্ত ও সংঘর্ষের পর আকষ্মিকভাবে রাজধানীর ইডেন মহিলা কলেজ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ইডেন কলেজে ছুটি ঘোষণা করল কর্তৃপক্ষ। এসময় হোস্টেল বন্ধ থাকবে পুরো সময় জুড়ে, বন্ধ থাকবে হলগুলোর প্রশাসনিক কার্যক্রমও। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়। একাধিক আবাসিক শিক্ষার্থীও বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা অভিযোগ, ঈদ ব্যতীত সকল বন্ধের সময় শুধু কলেজ বন্ধ হতো। তবে, এবার কলেজ হোস্টেলসহ বন্ধ দেওয়া হয়েছে। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে পূজার জন্যই কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে
এ বিষয়ে বঙ্গমাতা ফলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার বলেন, “পূজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সাথে অন্য কোন কিছুর সম্পর্ক নাই। বন্ধের সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।”
জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
Leave a Reply