সাহিদ বাদশা বাবু : লালমনিরহাট
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চতুর্থ বারের মত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি লালমনিরহাটের সাংবাদিাের আইকন এস,আর শরিফুল ইসলাম রতনের নের্তৃত্বে কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাসায় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মনিরুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সহিদুল ইসলাম, জেলা শাখার কোষাধ্যক্ষ ও আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির,বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শখার যুগ্ন সম্পাদক সাহিদ বাদশা বাবু, কালীগঞ্জ উপজেলা শাখার, সহ-সভাপতি এমএ হান্নান সরকার,অর্থ বিষয়ক সম্পাদক সাজু মিয়া,দপ্তর সম্পাদক,প্রশাস্ত কুমার রায়,দৈনিক মুক্তি নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক নুর আলমগীর অনু প্রমুখ।
শিক্ষা অধিদপ্তরের সুত্রে জানা গেছে, ২১টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ শ্রেষ্ট নির্বাচিত হন। এর আগেও তিনি ৩ বার এ পদে ভুষিত হয়েছেন।
উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে ভুমিকা রেখে আসছেন, তাতে এ উপজেলার শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটছে।
উপজেলা চেয়ারম্যান বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড‘ তা শুধু মুখের বুলি না হয়ে আমি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি।দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায়। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদফতরের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
Leave a Reply