নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে সারাদেশে “গৃহহীনে গৃহদান”বাংলাদেশ আওয়া যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৭ সেপ্টেম্বর২০২২ ইং তারিখে নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামানের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি ঘর হস্তান্তর করা হয়েছে।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অনলাইনে যুক্ত থেকে সারাদেশে পঞ্চমধাপে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ঘর বিতরন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার দাউদ মোল্যা কে ঘরটি দেওয়া হয়। নড়াইল জেলা যুবলীগের আহ্বায়কের পক্ষ থেকে ঘর পেয়ে বেজায় খুশি হয়েছেন তিনি। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করেন।
নির্মিত ঘরটির চাবি হস্তান্তর করেন নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান, যুগ্ন আহ্বায়ক ফরহাদ হোসেন মোল্যা,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ তোফায়েল মাহমুদ তুফান,যুবলীগ নেতা মীনা মরফুদুল হাসান শিল্পি,ছদর উদ্দিন শামিম,মহসিন মোল্যা,আবু সুফিয়ান বাহার সহ নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান জানান, নিজস্ব অর্থায়নে তিনলক্ষ টাকা ব্যায়ে ঘরটি নির্মান করা হয়েছে।
Leave a Reply