নিজস্ব প্রতিবেদক, রংপুর
গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন আনসার ও ভিডিপি কমান্ডার আব্দুল কাদের ও সুমন মিয়ার বিরুদ্ধে উদ্যেশ্য প্রণোদিতভাবে ঘুষ গ্রহণের অভিযোগ তুলেছিল কয়েকজন আনসার সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, নোহালী ইউনিয়নের মধ্য কচুয়ার বাসিন্দা রহিমা বেগমসহ বেশকয়েকজন ব্যাক্তি আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজোয় নিরাপত্তা রক্ষার্থে আনসার সদস্য হিসেবে নিয়োগের জন্য ইউপি কমান্ডার আব্দুল কাদের (খালেক মুন্সি) ও কমান্ডার সুমন মিয়া-র সাথে যোগাযোগ করেন। ইতিপূর্বেই আনসার সদস্য নিয়োগ সম্পূর্ণ হওয়ায় তাদেরকে ফিরিয়ে দেন তিনি।
আনসার নিয়োগে সুযোগ না পেয়ে ক্ষীপ্ত হয়ে স্থানীয় সাংবাদিকের কাছে মিথ্যা অভিযোগ করেন প্রত্যাখান হওয়া ব্যাক্তিরা। যার প্রেক্ষিতে "পূজোয় আনসার সদস্য নিয়োগে লাখপতি ইউপি কমান্ডার আব্দুল কাদের (খালেক মুন্সি)" শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়।উক্ত সংবাদ মিথ্যা ও বানোয়াট দাবী করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায় ইউপি কমান্ডার আব্দুল কাদের (খালেক মুন্সি)।