নিজস্ব সংবাদাতা :
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের আগবাঙ্গালা গ্রামে ইকতিয়ার হোসেনের বাড়িতে হামলা লুট ও মারপিটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগিরা জানান ইকতিয়ার হোসেনের ছেলে জোবায়েরের শ্যালক ও শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক হামলার স্বীকার হয়েছে।
জোবায়ের হোসেনের মা সালেহা বেগম জানান একই গ্রামের আব্দুল করিম গায়ানের মেয়ে ছনিয়া খাতুনের সাথে ২০১৯ সালে জোবায়ের হোসেন বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল। জোবায়েরের শ্বশুর বাড়ির সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। এমন সময় আব্দুল করিম গায়ান জোবায়েরের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার চায় জোবায়ের তার বাবাকে বললে জোবায়েরের বাবা ইকতিয়ার হোসেন অন্যত্র থেকে সুদের মহাজনের কাছ থেকে দুই লক্ষ টাকা এনে দেয় কিন্তু জোবায়েরের শ্বশুর সে টাকা ফেরৎ দিতে অস্বীকার করে।
ইতোমধ্যে জোবায়েরের সাথে শ্বশুর বাড়ির লোকজনের মনমালিন্য সৃষ্টি হয় এবংজোবায়েরের স্ত্রী ছোনিয়া খাতুন জোবায়েরকে নিয়ে ঢাকা পোশাক কারখানায় চাকরি নেয় কিন্তু জোবায়েরের শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন জোবায়েরকে মারপিট করে বাড়ি পাঠিয়ে দেয়।
কিছু দিন পরে জোবায়েরের স্ত্রী ঢাকা থেকে বাবার বাড়িতে আসলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে জোবায়েরের স্ত্রীকে আনতে যায় কিন্তু জোবায়েরের স্ত্রী আসতে অস্বীকৃতি জানায়।
জোবায়ের জানান ২৯/০৯/২০২২ বৃহস্পতিবার নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে জান। ছোনিয়ার ভাইয়েরা জোবায়েরকে দেখে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকে জোবায়ের মাথায় ঘাস নিয়ে আসার সময় ছোনিয়ার ভাই আরিফুল ও শরিফুল পিছন থেকে জোবায়েরকে আঘাত করে।
জোবায়ের নানি মা ও মামানি জোবায়ের কে বাড়ি নিয়ে আসলে মোঃ শরিফুল (২৬), মোঃ আরিফুল(২২) আমির চাঁদ (২৮) সর্ব পিতা মোঃ করিম গায়ান। নুরী খাতুন (৫০)স্বামী করিম গায়ান , করিম গায়ান (৫৫) পিতা মৃত হরমুজ গায়ান, বাবু মোল্লা (৩৫) পিতা সাত্তার মোল্লা মিলে জোবায়েরের বাড়িতে হামলা করে লুটপাট করে।
হামলাকারীরা জোবায়েরের বাড়ি থেকে স্বর্ণের ধান তাবিজ যার মূল্য বর্তমান বাজার দরে ৭৫০০০ টাকা এবং গরু বিক্রির ৯০০০০ টাকা লুটপাট করে নেয়। লুট করতে বাধা দিলে আসামিদ্বয় জোবায়ের মা সালেহা খাতুন (৫০) এর হাত ভেঙে দেয়। জোবায়ের নানি সূর্যি খাতুন (৭০) এর মাথায় চাপ দা দিয়ে আঘাত করে এবং জোবায়েরের মামানি বাতাসি খাতুন (৪৮) কে এলোপাথারি আঘাত করে হাত ভেঙে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় আরিফুল ও শরিফুল জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
আহতরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ডিউটিরত নার্স ও ডাক্তারেরা জানান আহতরা এখন আশঙ্কামুক্ত দুই তিন দিনের মধ্যে তাদের রিলিজ দেওয়া হবে।
শাহজাদপুর থানা সুত্রে জানা যায় জোবায়ের বাবা ইকতিয়ার হোসেন বাদী হয়ে জোবায়েরের স্ত্রী সোনিয়া সহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যথাযথ আইনআনুগ ব্যবস্থা গ্রহন করেছে।