নিউজ ডেস্ক
আগামী বিশ্বকে বাঁচাতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জনাবা আফরোজা কালাম।
আজ ২ আগস্ট রোজ রবিবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে প্রতিনিয়ত গাছ পালা কমে যাওয়ার কারণে বিশ্ব জলবায়ুর হুমকির মধ্যে পতিত হচ্ছে তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সবাই অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে।
তিনি আরও বলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।
এই সময় উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, ফুটন্ত কিশোর এর সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, আয়শা বেগম প্রমুখ। এই সময় গাছের চারা দিয়ে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম কে অভিবাদন জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
Leave a Reply