আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ :
নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত সড়কে আবারো নতুন করে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আবাদপুকুর চারমাথা মোড়ে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি। উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
সভায় অন্যদের মধ্যে নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যসান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, রাণীনগর-কালীগঞ্জ দীর্ঘ ২২ কিলোমিটার সড়ক প্রায় চার বছর আগে পাকাকরণ কাজ শুরু হয়। তুলে ফেলা হয় সড়কের কার্পেটিং। কিন্ত কাজ সম্পন্ন করতে পারেনি ততকালীন ঠিকাদার। এরপর দির্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকে। এতে চরম বিরম্বনা পোহাতে হয় চলাচলকারীদের।
অবশেষে নতুন করে আবারো টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। এই কাজ দ্রুতই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।#
আব্দুল মজিদ মল্লিক।
নওগাঁ