লেখক: ইশরাত জাহান
জীবনের আবদারে শব্দের পর শব্দ
কত বিশেষণে অনুভূতির অব্দ!
কবিতা হয়ে পরম মমতায়
হৃদয়ের জানালা ছু্তে চায়!
চাঁদের জোছনায় বাঁধ ভাঙা আবেগ
মেঘের মতো ভেসে ভেসে যায়!
জীবন মেলে আনন্দে রঙিন পাখা,
অধরা প্রজাপতি স্বপ্ন যদিও অজানা!
সাতরঙা ঘুরি হতে উড়তে চায়
তোমার মনের অনুভূতির আকাশে!
ফুলেরাও লজ্জাবতীর মতো পায় লজ্জা
এ কোন অজানা শব্দের শিহরণে!
অনুভূতির চাদরের নিশ্চিন্ত ছায়ায়
বুনো খড়কুটোর মায়ার এক শহর!
শব্দের ব্যাকুলতা শুধু বাড়ায়
অপেক্ষার নিষ্ঠুর প্রহর!
স্বপ্নগুলো আকুল হয়ে
ছুঁতে চায় শুধু ওই মন!
আমার দেশ,আমার ভাষা
হৃদয় জুড়ে আছে সর্বক্ষণ!