পিরোজপুর প্রতিনিধি:-
মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গাপূজার বিভিন্ন পুজা মণ্ডপ ঘুরে দেখেন এবং হিন্দু ধর্মীয় সকল পূর্নার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে তার সাথে ছিলেন জেলা উপজেলা কমিটির পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ। আরও ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর সাদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, কাউন্সিলর শহিদ সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, পিরোজপুর সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জিএস মেজবাহ উদ্দিন সাবু, পৌর যুবলীগের সভাপতি আবু সাইদ খানসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর মেয়র শহরের প্রতিটি পুজা মন্ডুপে গেলে হিন্দু ধর্মের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এসময়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান কালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সকল ধর্মের মানুষের সম্প্রীতির বাংলাদেশ উপহার দিয়েছেন, সকল ধর্মের মানুষ আমরা মিলে মিশে ধর্মীয় উৎসবগুলোতে আনন্দ ভাগাভাগি করি। এ এক মানবিক সুন্দর বাংলাদেশ। আমি কাউন্সিলরদের সার্বক্ষনিক আপনাদের পাশে থাকতে বলেছি আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা আপনাদের পাশে আছে। কিছু কুচক্রী মহল সম্প্রীতি নষ্ট করতে চাইবে এটা সম্ভব হবে না। মেয়র এর পরে আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাড চন্ডি চরণ পাল এর বাসায় তার সাথে দেখা করে কিছু সময় কাটান তার সাথে কুশল বিনিময় করেন।
পিরোজপুর সংবাদদাতা।