▪️রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি দখল করে জোরপূর্বক দোকান ঘর তৈরীর পায়তারা চলছে। সোমবার দুপরে উপজেলার নেতা বাজারে সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি জোরপূর্বক দখল করে দোকান তৈরীর প্রস্তুতি নিচ্ছেন ১নং রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ সাইদুল প্যাদা। পূজার ছুটিতে স্কুল বন্ধ থাকায় এই ফাকা সময় পেয়ে সাইদুল মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা মিলে অবৈধ ভাবে স্কুলের যায়গা দক্ষল করে ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক দোকান তোলার পায়তারা চালাচ্ছিল এনিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যপক উত্তেজনা বিরাজ করছিল। এনিয়ে এখন ও এলাকার মানুষের মধ্যে চাপা খোপ বিরাজ করছে। এলাকার লোকজন তিব্র ও নিন্দা জানাচ্ছে। সরেজমিনে দেখা যায় দোকান তৈরীর খুটি রুয়া,আরা, সবই এখনো স্কুলের যায়গার উপরে আছে। এ বিষয়ে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররেফ হোসেন বলেন আত্র স্কুলের ভবন ২৭ শতাংশ,পুকুর ৪১ শতাংশ ও পাশে ডোবা ১২ শতাংশ সর্ব মোট ৮০ শতাংশ জমি স্কুলের নামে রেজিস্ট্রিকৃত। আজকে সকালে স্কুলের জায়গায় সাইদুল মেম্বার ঘর তৈরীর কথা লোক মারফত জানতে পারি আমি সাথে সাথে সাইদুল প্যাদার কাছে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। দুপুর ২ টার দিকে সেই জায়গায় ঘর তোলার কার্যক্রম শুরু করলে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাদের সাঙ্গপাঙ্গরা আমার কথা না শোনে ঘর তোলার কাজ চালিয়ে যায়। আমি বেশি কিছু না বলে রাঙ্গাবালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করি তাৎক্ষণিক ওসি সাহেব ফোর্স পাঠিয়ে ঘর তোলা বন্ধ করে দেন। এখন আমি গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারি যে, তারা রাতের অন্ধকারে ঘর তোলবে। খবর শুনে আমি আবার ওসি সাহেবকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে যানান। পেলে পরবর্তীতে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদারের সহায়তায় দোকান তোলা বন্ধ করে দেয়া হয়।
Leave a Reply