▪️জাহিদ আহাম্মেদ রাঙ্গাবালী (পটুয়াখালী)
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রাঙ্গাবালী
উপজেলায় ১২ হাজার ৮২০ জন নিবন্ধিত এবং প্রায় ৫ হাজার অনিবন্ধিত জেলে রয়েছে।
রাঙ্গাবালীর জেলেদের দুর্দিন যেন কাটছিল না,হঠাৎ মাছ ঝাকে ঝাকে রুপালী ইলিশ ধরা দিয়েছে জালে
এরি মধ্যে ৭ থেকে ২৮ অক্টোবর ২২ দিনের
নিষেধাজ্ঞা।
ইতিমধ্যে ইলিশ ধরার অধিকাংশ ট্রলার গুলো তিরে ভিরেছে।
রাঙ্গাবালী উপজেলা মৎসো কর্মকর্তা জানানঃ মাছের পেটে এখন পরিপক্ক ডিম থাকায় মাছের প্রয়োজননের উওম সময় এখন।
যদিও জেলেরা বেকার মৌসুমে কিছুটা বিপাকে পরবে তবে তাদের জন্য সরকার কর্তিক বিজিএফ চাল রয়েছে।