খোরশেদ আলম রনি
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব" এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে ছয়ে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় এক আলোচনা সভার আয়োজন করেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লক্ষ্মীপুর, আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল, লক্ষ্মীপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক (ভারপ্রাপ্ত), লক্ষ্মীপুর। উল্লেখ্য, জন্ম মৃত্যু নিবন্ধনে সেরা ১০ টি ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।লক্ষ্মীপুরে জন্ম ও মৃত্যূ নিবন্ধনে সেরা রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নকে ক্রেষ্ট প্রদান করা হয়।