এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন ৮ অক্টোবর শনিবার সুমাসপুর একাদশ ও বেলপুকুর একাদশের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিকে নির্ধারিত সময় ও ট্রাইব্রেগারে উভয় দলের গোল ব্যবধান সমান হওয়ায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করেন।
অপরদিকে পুরুস্কর বিতরণী অনুষ্ঠানে তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাসার সুজন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট, তানভির রেজা, মেম্বার আবুল হাসান, মমিনুল ইসলাম মমিন, মিজানুর রহমান, মাসুম রানা ও শাফিউল ইসলাম প্রমুখ।
স্থানীয় সাংসদের পক্ষ থেকে খেলাধুলায় সব সময় সার্বিক সহযোগীতার আশ্বাষ দিয়ে আবুল বাসার সুজন বলেন, ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল প্রতিটি যুবককে এই স্লোগান ধারণ করে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, দেশের যুব সমাজকে মাদক ও অবক্ষয়ের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আসক্তি থেকে দূরে থাকতে হবে, এই জন্য বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে।