এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার আসামী মনিরুল ইসলাম নয়ন(২৭)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার(৭ অক্টোবর-২২)দিবাগত রাত ৮টার দিকে তাকে ঢাকার আরামবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম নয়ন বাগাতিপাড়া উপজেলার ডুমরাই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
শনিবার(৮অক্টোবর) সকালে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে র্যাব জানায়,২১ সেপ্টেম্বরের বাগাতিপাড়া থানা এলাকায় বাক-প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। সেই মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল ঢাকার আরামবাগ এলাকা থেকে ৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে পলাতক আসামী মনিরুল ইসলাম নয়নকে গ্রেফতার করে।
র্যাব আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। আটককৃত মনিরুলকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে,ভিকটিম বাক-প্রতিবন্ধী এবং মনিরুল ইসলাম নয়ন এর প্রতিবেশী। মনিরুল ইসলামের স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে মনিরুলের স্ত্রী ভিকটিমকে দিয়ে তাদের গৃহস্থলীর কাজকর্ম করাত। সেই সুযোগে মনিরুল ইসলাম ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। স্ত্রী বিষয়টি দেখলে মনিরুলের সাথে স্ত্রীর কলহের সৃষ্টি হয়। ১২ সেপ্টেম্বর মনিরুলের স্ত্রী বিষয়টি প্রকাশ করলে স্থনীয় লোকজনসহ ভিকটিমের পিতা তা জানতে পারে।বিষয়টি প্রকাশ করার জন্য আসামী তার স্ত্রীকে মারধর করে। ভিকটিম বাক-প্রতিবন্ধী হওয়ায় ইশারা ইঙ্গিতের মাধ্যমে ধর্ষণের বিষয়টি বুঝালেও কবে কখন ধর্ষণ করেছে তা বোঝাতে পারে না। ১ মে থেকে ১২ সেপ্টেম্বর সকাল আটটা থেকে এগারোটার মধ্যে মনিরুল ইসলাম ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।