কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রতিদিন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে চুরি, ডাকাতি, ছিনতাই এর ঘটনা। আইন শৃংখলা চরম অবনতির কারণে বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের গাফিলতির কারণে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ডাকাতি ছিনতাই। এ নিয়ে আতঙ্কে উপজেলা সাধারণ জনগণ। পুলিশের নাকের ডগায় এসব ঘটনা ঘটলেও কিছুতেই চোর ডাকাত আটক করতে পারছে না। আর এ সুযোগে চোর ডাকাতরা দিনদিন বেপরোয়া হয়ে ওঠেছে।
গত ২২-৮-২২ ইং সোমবার মধ্যে রাতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই পোষ্ট অফিস মোছাগাজীর বাড়ির সামনে আনিস মাষ্টারের বাড়ির গেইট ভেঙে ঘরে ডুকে ডাকাতি করে। এ সময় এসময় আনিস মাস্টারসহ তার স্ত্রীকে মারধর করে নগদ দুই লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। এছাড়াও কয়েকদিন আগে রাত একটার দিকে শিকারপুর গ্রামে কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির সময় আনিস মাষ্টারের মেয়ের জামাই মোহাম্মদ আব্দুল্লাহ কে মারধর করে ডাকাতরা। আহত করা হয় আনিস মাস্টার মেয়ের জামাই ও তার স্ত্রী কে। ঘটনা বুড়িচং থানায় ফোনে জানানো হলে, পুলিশ ও সিআইডি এবং প্রশাসনের লোকজন এসে পরিদর্শন করে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফুর রহমান ডাকাতির সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের না দিতে ও সঠিক ব্যবস্হা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন বিষয়টি আমরা দেখছি।
আব্দুল্লাহ বলেন ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পযর্ন্ত কোন ব্যবস্হা গ্রহণ করা হয়নি। তবে স্বরণকালের ভয়াবহ ডাকাতি হয়েছে আমাদের এখানে। যার প্রমাণ কয়েকটি সিসিটিভির ফুটেজ।
তিনি আরও বলেন বুড়িচং উপজেলায় চোরি ডাকাতি বেড়েই চলছে। কোন প্রকার প্রতিকার নেই। আমাদের উপজেলা আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে।
এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফুর রহমানের সাথে মুঠোফোন যোগাযোগ করা চেষ্টা করেও সম্ভব হয়নি।