কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃষক জাকির হোসেনের একমাত্র পুত্র মেহেদী হাছান শান্ত(২৫) এর খুনিদের ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১০টা’য় থেকে দুপুর ১২টা পর্যন্ত খলিলপুর বাজারস্থ ফতেহাবাদ ইউনিয়নের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও নিহতের স্বজনরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এ হত্যাকান্ডের মূল হোতা আবু কাউছার প্রকাশ অনিক(৩৪) কে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা কক্সবাজার সদর হতে আটক করেন। আটককৃত আবু কাউছার অনিক বহিস্কৃত সাবেক ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সভাপতি ছিলেন। মোবাইল কল রেকর্ডে ঘাতক আবু কাউছার অনিক ও সাদ্দাম হোসেন রাজু শান্ত হত্যার পরিকল্পনা করার তথ্য প্রমান মিলেছে বলে পিবিআই কুমিল্লা জানান।
হত্যার আগে মসজিদের মাইকে শত শত মানুষের সামনে কোরবানির গরু জবাইয়ের পূর্বে মানুষ কোরবানি হইবে এমন কথা শত শত মানুষের সামনে বলেছেন শান্ত হত্যাকারীর মূল হোতা আবু কাউছার ওরফে অনিক। ঘাতকদের সলা-পরামর্শে তারপর ৯.৭.২০২২ইং কোরবানি ঈদের আগের দিন কৃষক পরিবারে জম্ম নেওয়া কিশোর মেহেদী হাসান শান্ত(২৫)কে নির্মম ভাবে হত্যা করে।
মানববন্ধনে মেহেদী হাসান শান্ত’র বাবা কৃষক জাকির হোসেন বলেন-আমার মত আর যেন কোন বাবা’র বুক খালি না হয়। আমার পরিবারের একমাত্র পুত্র শান্তকে আবু কাউছার ওরফে অনিক, সাদ্দাম হোসেন রাজু, আলআমিন,শাহজাহান,ছগির,বায়েজীদ,সিরাজ, মোখলেছ,জাহিদ, আলমসহ অন্যান্য খুনিরা নির্মমভাবে হত্যা করেছে। আমার ছেলে শান্ত হত্যার বিচার চাই। তাদের অবিলম্বে ফাঁসি কার্যকর চাই। এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন-আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, মহসিন সরকার, বাহাদুর হোসেন,কামাল হোসেন, ছালাম মাস্টার, মরিয়ম আক্তার, আন্জুআরা বেগম, নাজমা আক্তার, আনোয়ারা বেগম, আনু, শরিফা আক্তার, হাসিনা বেগম, পারভিন আক্তারসহ দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাধারন মানুষ।